একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন ড. ইনামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ জোহর নগরীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। প্রিয় অগ্রজকে শেষ বিদায় জানাতে বনানী কবরস্থানে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আনাম সৌদ, অভিনেতা সুজাত শিমুল প্রমুখ। এর আগে সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপনে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় ইনামুল হকের মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ, বরেণ্য অভিনেতা আবুল হায়াত প্রমুখ। উল্লেখ্য, সোমবার (১১ অক্টোবর) ড. ইনামুল হক আনুমানিক বেলা ৩টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান।