গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পেট্রোল বোমা হামলার প্রধান আসামি শিবির কর্মী মোস্তফা মঞ্জিল (৩২) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বুড়ির ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মঞ্জিল গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জসিজার মাস্টারের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক জানান, ভোর পাঁচটার দিকে র্যাবের একটি টহল দল গাইবান্ধা ক্যাম্পে ফিরছিল। পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়ির ঘর এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
আত্মরক্ষার্থে র্যারও পাল্টা গুলি চালায়। এসময় মোস্তফা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে সাতটি পেট্রোল বোমা, একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে ১১টার দিকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নাপু এন্টারপ্রাইজের একটি বাস গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিল। পথে গাইবান্ধা সদরের তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।
এসময় ঘটনাস্থলে শিশুসহ চারজন ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। নিহত মোস্তফা মঞ্জিল ওই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি।