ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখিমপুর খেরিতে চার কৃষক মৃত্যুর ঘটনায় রাজ্যটির সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন একথা জানানো হল দেশটির শীর্ষ আদালতের তরফে। ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্রকে নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘কেন অভিযুক্তকে এই ক্ষেত্রে গ্রেফতার করা হয়নি?’ সুপ্রিম কোর্ট আরো প্রশ্ন করে, ‘৩০২ নম্বর ধারায় (খুন) কোন মামলা দায়ের হলে অন্য অভিযুক্তর ক্ষেত্রে কীভাবে পদক্ষেপ নেয় পুলিশ। কেন অভিযুক্তকে এই ক্ষেত্রে গ্রেফতার করা হল না?’ পাশাপাশি শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় মামলায় পুলিশের তদন্তে তারা অসন্তুষ্ট। আদালতের তরফে বলা হয়, ‘নিশ্চিত করতে হবে যাতে পুলিশ তদন্তের তথ্য প্রমাণ নষ্ট না করে।’ উল্লেখ্য, গত রবিবার (৩ অক্টোবর) বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে এসইউভি চালিয়ে তাদের পিষে মারা হয়। এই মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের অভিযোগ, ওই গাড়িগুলির মধ্যে একটিতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ও তার ছেলে আশিস মিশ্র।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এনভি রামানা-র নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ নির্দেশ দেয় যাতে শুক্রবার লখিমপুর মামলার বিস্তারিত রিপোর্ট জমা দেয় রাজ্যে ক্ষমতাসীন (বিজেপির) যোগী সরকার। তারপর উত্তর প্রদেশ পুলিশ অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রকে সমনের নোটিস পাঠায়। তবে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস সেই হাজিরা এড়িয়ে যান। আর তাতেই সন্তুষ্ট নয় ভারতের শীর্ষ আদালত।