করোনায় আরও ৭ জনের মৃত্যু

Slider জাতীয়


দেশে একদিনে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৫৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫লাখ ৬১ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮১৪ জন এবং এখন পর্যন্ত ১৫লাখ ২২ হাজার ৫৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৮২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩হাজার ২০৪ টি নমুনা সংগ্রহ এবং ২৩হাজার ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৯লাখ ১৪হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৩ জন আর নারী ৪জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মোট মারা গেলেন ১৭ হাজার ৭৩৩জন আর নারী মারা গেলেন ৯ হাজার ৯২১জন।

মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২জন রয়েছেন জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা রয়েছে ৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জ, রংপুর ১ জন।
৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১ জন মারা গেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *