নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে অটোরিকশা ছিনতাইয়ের করার সময় গলাকেটে হত্যার চেষ্টায় গুরুতর আহত অটোরিকশা চালক মো. রিয়াজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গতকাল বিকাল তিনটার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত অটোরিকশা চালক মো. রিয়াজ উদ্দিন (৪৫) ডোমবাড়িচালা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু পরিবারের বরাত দিয়ে জানান, গতকার বুধবার রাত ১২ টার পর উপজেলার জৈনা বাজার বাসস্ট্যান্ড থেকে দু’জন যাত্রী নিয়ে উপজেলার যোগীরসিট গ্রামের সিপি পোল্ট্রি সামনে পৌঁছা মাত্র তাঁর অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় সিএনজি চালক রিয়াজ উদ্দিন বাঁধা দিলে দু’জন দূর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরি দিয়ে গলায় ও পিঠে একাধিক আঘার করে। পরবর্তীতে তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোরিকশা ফেলে পালিয়ে যায় দুজন দূর্বৃত্ত। স্থানীয়রা রক্তাক্ত অবস্থা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরে তাঁর অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর দুইটার সময় তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয় চিকিৎসরা। ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় যুবক মোর্শেদ আলম বলেন, ঘটনার পরপরই জাতীয় সেবা সুরক্ষা নাম্বার ৯৯৯ নাম্বারে ফোন দিলে রাতেই প্রথমে ভালুকা থানা পুলিশ ও পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় খুনিদের ব্যবহীত জুতাসহ আরও কিছু আলামত জব্দ করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই নাঈমুল হক বলেন, ভালুকা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত জব্দ করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে এমন খবরে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।