স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন

Slider বাংলার আদালত

ঢাকাঃ করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩শে সেপ্টেম্বর করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। মামলার এজাহারে স্বাস্থ্যের সাবেক ডিজি ডা. আবুল কালাম আজাদের নাম ছিলো না। কিন্তু পরবর্তীতে তদন্তে তার জড়িত থাকার তথ্য মেলায় তাকেও আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *