হঠাৎ করে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে গেছে। এর ফলে এই মাধ্যমগুলোতে ব্যবহারকারীরা কোনো ধরনের কিছু করতে পারছেন না।
বিশ্বের অন্যান্য দেশের মতো পাশাপাশি আজ সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়। সাইবার সিকিউরিটি ও ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের টুইটারে এ তথ্য দেওয়া হয়।
ব্যবহারকারীরা বলছেন, ফেসবুক পেজেই তারা ঢুকতে পারছেন না। মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে। হোয়াটসঅ্যাপ থেকে কোনো বার্তা পাঠানো যাচ্ছে না। ফিলিপিন্সের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যায় পড়ছেন বলে খবর দিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ফিলিপাইন স্টার।