নিরেপেক্ষ নির্বাচন দিলে বিএনপির তৃতীয় সারির নেতারাই নির্বাচিত হবে : গয়েশ্বর

Slider রাজনীতি


আওয়ামী লীগ যদি সুষ্ঠু নিরেপেক্ষ নির্বাচন দেয় তাহলে বিএনপির প্রথম সারির নেতা লাগবে না তৃতীয় সারির নেতারাই নির্বাচনে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার জাতীয় প্রেস ক্লা‌বের আব্দুস সালাম হ‌লে জাতীয়তাবা‌দি নাগ‌রিক সমা‌জের উদ্যোগে বাংলা‌দেশ ও শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান শীর্ষক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের ভূত না সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। তাদের সৎ সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিক।

গয়েশ্বর বলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন আইটেম দেয় আমরা তার পিছে দৌড় দেই। সেটা আর হবে না। আমাদের এক দফা এক দাবি থাকবে আর সেটা হলো সরকারের পদত্যাগ।

নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি হিসাব-নিকেশ করে রাজপথে নামেন, তাহলে জনগণও আপনাদের থেকে হিসাব নেবে। পথ পদবীর কথা চিন্তা করে নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে নামতে হবে।

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মো: শ‌হিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ও যুবদলের সা‌বেক সভাপ‌তি অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, সাংগঠ‌নিক সম্পাদক হারুনুর র‌শিদ (ভি‌পি হারুন), সহ-স্বনির্ভর সম্পাদক নিলুফার চৌধুরী ম‌নি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *