সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বন্দুক দিয়ে, পুলিশ দিয়ে দমন-পীড়ন করে রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। রাজনীতির সমাধান করতে হবে রাজনীতি দিয়ে। এই পরিস্থিতিতে উভয় নেত্রীকে উদার হতে হবে। ছাড় দিতে হবে। এসময় তিনি রাজনৈতিক সংকট নিরসনে আবারও দুই নেত্রীর প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার বিকালে বারিধারার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দায়িত্বই বেশি। আমি আশাকরি, দেশ রক্ষার জন্য সরকার ও বিরোধী পক্ষের শুভবুদ্ধির উদয় হবে এবং আলোচনায় বসবে। বিদেশীদের মাধ্যমে সংলাপ হলে তা দেশের জন্য লজ্জাজনক হবে উল্লেখ করে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সময় ৫৬ সামরিক কর্মকর্তা হত্যাকারীদের সঙ্গে এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে সন্তু লারমার সঙ্গে আলোচনা করতে পারলে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে সমস্যা কোথায়? দ্রুততম সময়ে শেখ হাসিনা সমস্ত সমস্যার সমাধান করতে পারেন বলে তিনি মন্তব্য করেন। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, ৫ই জানুয়ারি কোন নির্বাচন হয় নাই। ৫-১০ ভাগ মানুষের বেশি ভোট দিতে পারে নাই। সুতরাং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য দ্রুত নির্বাচন করতে হবে। খালদা জিয়াকে জনগণ কাশিমপুর কারাগারে পাঠাবে গুলশান কার্যালয়ের সামনে আজ নৌমন্ত্রীর দেয়া বক্তব্যকে হাস্যকর উল্লেখ করেন বদরুদ্দোজা চৌধুরী বলেন, তিনি (শাজাহান খান) জনগণকে লেলিয়ে দেন কেন? সংবাদ সম্মেলনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীও উপস্থিত ছিলেন।