শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে ফেলা হয়েছে। রোববার রাত ১২ টার দিকে সেটি পুলিশ তুলে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, মিডিয়া সেল কি কারণে তুলে দেয়া হয়েছে তা এখনো স্পষ্ট না। নিরাপত্তার অজুহাতে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া গণজাগরণ মঞ্চের কাম্য নয় বলে তিনি জানান। তবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তার স্বার্থে মিডিয়া সেলটি তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। কাদের মোল্লার রায়ের পরে শাহবাগে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলনের সব তথ্য ওই সেল থেকেই দেয়া হত। এ জন্য জাতীয় জাদুঘরের পাশে অস্থায়ীভাবে বাঁশ ও কাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছিল।