ঢাকাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয় শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের দুর্লভ আলোকচিত্র উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই চিত্রকর্মটি তুলে দেন। মন্ত্রীর সম্পাদিত শহীদ শেখ কামাল: আলোমুখী এক প্রাণ’ গ্রন্থে এই চিত্রকর্মটি ব্যবহৃত হয়।
গুরুত্বপূর্ণ এই আলোকচিত্রটি উপহার দিয়ে মন্ত্রী বলেন, বইটি প্রকাশের পর চিত্রকর্মটির একটি কপি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি । প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যে গণভবনে আমাকে সময় দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর পরিবার আমাদের আবেগ, আমাদের ভালোবাসা।
উল্লেখ্য ‘শহীদ শেখ কামাল : আলোমুখী এক প্রাণ’ গ্রন্থে এই চিত্রকর্মটি ব্যবহৃত হয়েছে। মুক্তিযুদ্ধের পর ধানমণ্ডি ৩২ নম্বর রোডের বাড়িতে বঙ্গবন্ধুকে ঘিরে তাঁর তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল। এটি একটি দুর্লভ আলোকচিত্র।