গাজীপুর জেলায় আটক-৭ বাসে আগুন

গ্রাম বাংলা

59927_bas

গাজীপুর: চলমান হরতাল অবরোধে গাজীপুর জেলায় নাশকতার অভিযোগে গত ২৪ ঘন্টায়
২০ দলীয় জোটের ৭জন আটক হয়েছেন। ভোররাতে হরতালকারীরা একটি বাসে আগুন দেয়
তবে কেউ হতাহত হয়নি।

সোমবার(১৬ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার
পরিদর্শক সিরাজুল ইসলাম  জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন
স্থান থেকে হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে ৭জন জনকে আটক করা
হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকাগামী সায়েদাবাদ পরিবহনের একটি
যাত্রীবাহী বাস(মৌলভীবাজার-ব-১১৬) পোষাক শ্রমিক নিয়ে গাজীপুরের
রাজেন্দ্রপুর থেকে ঢাকায় যাওয়ার পথে তেলিপাড়া এলাকায় পেট্রোল বোমা হামলার
শিকার হয়। বোমার আগুনে বাসের বেশ কিছু সিট পুঁড়ে যায়। বাসের যাত্রী ও
অন্যারা দৌঁড়ে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া হরতাল চলাকালে সারা জেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন
সভা সমাবেশের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *