মঙ্গলবার ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

Slider বাংলার মুখোমুখি

eeu-300x206

চলমান সহিংস আন্দোলনের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আগামী মঙ্গলবার দেশের মানবাধিকার পরিস্থিতি দেখার জন্য ঢাকায় আসছেন।

উপ-কমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিসটিয়ান ড্যান প্রেদা এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকছেন জোসেফ ওয়েডেনহোলজার ও ক্যারল কারাস্কি।

দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে শ্রম অধিকার, পোশাক শিল্পের অবস্থা, পার্বত্য চট্টগ্রাম এলাকা, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা করবেন তারা।

ঢাকাস্থ ইউ দূতাবাস তাদের সঙ্গে সুশীল সমাজ, মিডিয়া ও থিংক ট্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “তারা ঢাকায় আসতে চেয়েছেন। আমরা তাদের সহায়তা করছি।”

প্রতিনিধিদলটি ঢাকায় ১৭ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছবেন। তারা স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন।

২০ ফেব্রুয়ারি প্রতিনিধিদলটি ফেরত যাবে। প্রতিনিধিদল ব্রাসেলসে ফিরে যাওয়র পর উপ-কমিটির কাছে একটি রিপোর্ট করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *