ভালবেসে অন্তর জয় করতে চান এমপি রিমি

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি

OLYMPUS DIGITAL CAMERA
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস :  গাজীপুর-৪(কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, ভালবেসে মানুষের অন্তর জয় করতে হবে। শুধু ক্ষমতা ও শক্তি দিয়ে মানুষের মন জয় করা যায় না। ক্ষমতা-শক্তি দিয়ে কারো  মন জয় করলেও তা হয় ক্ষণস্থায়ী। মানুষের মনে সুরের প্রভাব রয়েছে, যা মানুষকে হিংসা, বিদ্বেষ ও অন্যায় থেকে দূরে রাখতে সক্ষম।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব  কথা বলেন।

রিমি আরো বলেন, আমাদের যুদ্ধ হলো- দারিদ্রতা, অশিক্ষা, সহিংসতা, অজ্ঞতা , সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে। এ যুদ্ধে জয়ী হতে হলে আমাদের জ্ঞান অর্জন, মনের শুদ্ধতা, সঙ্গীত ও সংস্কৃতিতেও  এগিয়ে যেতে হবে। জ্ঞান দিয়ে অজ্ঞতা দূর করতে হবে। যে দেশ সংস্কৃতিতে যত উন্নত, সে দেশ তত উন্নত।

গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি’র কমিটির সহসভাপতি মো. মহসীন, যুগ্মসম্পাদক আব্দুল হাদী শামীম, প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি- কণ্ঠ সঙ্গীতে মিনা বড়–য়া,  সংগীতে (তবলা বাদক) বিধু ভূষন সেন ওরফে প্রাণতোষ সেন, ভাস্কর্যে আসাদুজ্জামান খান, অভিনয়ে কাজী মোখলেছুর রহমান ওরফে কাজী বাটা ও আবৃত্তিকার অ্যাডভোকেট ইস্তেকবাল হোসেনকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা হিসেবে প্রত্যেককে ১০হাজার টাকার চেক, একটি মেডেল  ও সনদ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *