টু বি ইন দা নিউজ- এই বোধহয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র’র জীবনদর্শন। তাই ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা.… । ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেতে এই ছবির অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইউরোপে গিয়েও কলকাতায় খবরের শীর্ষেই আছেন। আর এই কাজে তিনি সহায়তা নিচ্ছেন সামাজিকমাধ্যম ফেসবুকের। এমনিতেই ভারতে থাকলে ফেসবুকে খুবই সক্রিয় শ্রীলেখা। প্রায় প্রতিদিনই তার পোস্ট থাকে। বিদেশে পরবাসে গিয়ে তিনি যেন আরও বেশি সক্রিয়। কখনো পথ কুকুরকে হত্যা করার জন্য তিনি খরগহস্ত।
কখনো জুরিখ কিংবা ভেনিসে খরচের বহর দেখে তিনি বিপর্যস্ত। ভেনিসে করোনার আরটিপিসিআর টেস্ট করাতে গিয়ে ১১২ ইউরো ব্যয় হয়েছে তার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা। মাথায় হাত দিয়ে রাস্তায় বসা শ্রীলেখার ছবিতে কোনো ঢাক ঢাক গুড় গুড় নেই। লিড়ো থেকে ফেরার সময় ট্যাক্সি ভাড়া লেগেছে ৬০ ইউরো যা প্রায় পাঁচ হাজার টাকার সমান। রেস্তোরাঁয় মাছ খেতে গিয়ে ব্যয় হয়েছে ৬৩ ইউরো যা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা। সোশ্যাল মিডিয়ায় নিজেকে কার্যত দেউলিয়া ঘোষণা করেছেন শ্রীলেখা। ভক্তরা তার এই সব পোস্টে রীতিমতো আমোদিত। আর তাই শ্রলেখা প্রবাসে, পরবাসে বসেও রীতিমতো জাঁকিয়ে আছেন কলকাতায়।