লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল (বাংলাদেশ সময় আজ সকালে) ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। আর এর ফলে গোলের দিক থেকে পেলেকেও ছাড়িয়ে গেলেন মেসি। হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি।
এদিন ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সাথে সাথে আর্জেন্টাইন মহাতারকা গড়ে ফেললেন দক্ষিণ আমেরিকান হিসাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার নজির। এত দিন কিংবদন্তী পেলেই (৭৭) লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তবে তিন গোল করার ফলে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৭৯-এ।
এই জয়ের সুবাদে এবারের বিশ্বকাপ যোগ্যতাপর্বে এখনো অপরাজিত রইল আর্জেন্টিনা। মেসির দল ৮ ম্যাচ খেলে মোট ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান দেশগুলোর মধ্যে যোগ্যতাপর্বের তালিকায় দ্বিতীয় স্খানে রয়েছে। তাদের মোট জয়ের সংখ্যা পাঁচ।
স্তাদিও মনুমেন্তালে ম্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। প্রায় ২০ গজ দূর থেকে শট করে গোল করেন। ৬৪ মিনিটে সতীর্থ লাওতারা মার্টিনেজের সাথে অয়ান-টু খেলে দ্বিতীয় গোল করেন মেসি। এই গোলের পরই পেলেকে টপকে গিয়েছিলেন তিনি। ৮৮ মিনিটে ফের গোল মেসির। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোল করেন মেসি।