অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রুশ মন্ত্রী

Slider টপ নিউজ


আরেকজনের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। দেশটির আর্কটিক অঞ্চলে এক বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নোরিলস্ক শহরে ওই দুর্ঘটনাটি ঘটে। বিবিসির খবরে জানানো হয়েছে, একজন ক্যামেরাম্যান একটি খাঁদে পরে গেলে তাকে উদ্ধার করতে লাফ দেন মন্ত্রী জিনিচেভ। এতে একটি পাথরে আঘাত লেগে মৃত্যু হয় মন্ত্রীর। প্রথমে পরে যাওয়া ক্যামেরাম্যানও মারা গেছেন। নিহত ওই ক্যামেরাম্যানের নাম আলেকজান্ডার মেলনিক।

তিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেখান থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, নোরিলস্কে এক অনুশীলন চলাকালীন একজনের জীবন বাঁচাতে গিয়ে মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি ২০১৮ সাল থেকে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ছিলেন।
তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *