‘প্রজাতন্ত্রের কর্মচারীর পরিচয় ভুলে গিয়ে দলীয় ভূমিকা পালন করছে’

Slider জাতীয়
 57634_08-11-13-khaleda-zia-gulsha_18732_0

ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, চলমান সঙ্কট নিরসনে সংলাপের বিকল্প নেই। সরকার ও বিরোধী দল মানুষ পুড়িয়ে লাশের উপর পা রেখে রাজনীতি করছে। শান্তিকামী জনতা এ অবস্থা মেনে নিতে পারে না। দেশকে এ সকল বুর্জোয়াদের হাতে ছেড়ে দেয়া যায় না। চরমোনাই পীর বলেন, দেশে চলমান রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। অন্যভাবে মোকাবেলার চেষ্টা করার কারণেই দেশে মহাবিপর্যয় দেখা দিয়েছে। উন্নয়ন-উৎপাদন, অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। হুমকিতে পড়েছে জাতীয় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা। রাজনৈতিক সঙ্কট জনজীবনকে এতোটাই জিম্মি ও অসহায় করে তুলেছে যে, সাধারণ খেটে খাওয়া মানুষ অর্ধাহারে ও অনাহারে জীবন যাপন করছে। পীর চরমোনাই বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারীর পরিচয় ভুলে গিয়ে দলীয় ভূমিকা পালন করছে। ক্ষমতাসীনরা ক্ষমতাকে পাকাপোক্ত ও স্থায়ী করণের লক্ষ্যে প্রশাসনযন্ত্রকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজ সকালে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *