বাউফল (পটুয়াখালী): জুয়ারিদের হাতে এক পুলিশ সদস্য লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই পুলিশ সদস্যের নাম তুষার আহম্মেদ (২৫)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
জানা গেছে, জুয়ারিরা ওই পুলিশ সদস্যকে লাঞ্চিত করার পাশাপাশি তার সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা, দুটি মোবাইল ফোন এবং স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে গেছে। ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি বন্ধন-৫ নামক লঞ্চে এমন ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-বাউফল রুটে চলাচলকারী লঞ্চগুলোতে জুয়ার আসর বসায় উপজেলার কেশবপুর ইউনিয়নের চিহ্নিত জুয়ারি রফিকুল ইসলাম ও রাসেল হাওলাদার। ঘটনার দিন সন্ধ্যায় তারা এমভি বন্ধন-৫ লঞ্চের ছাদে জুয়া খেলছিলেন। ওই পুলিশ সদস্য তখন তাদের বাধা দেন। ফলে, ক্ষিপ্ত হয়ে রফিকুল, রাসেল ও তার দলের লোকেরা তুষার ও তার ভাই জয়কে মারধর করেন এবং তাদের সঙ্গে থাকা দেড় লাখ টাকা, দুটি ভিভো মোবাইল ফোন ও দেড় ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যান।
তুষার আহম্মেদের অভিযোগ, জুয়ারিরা লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগশাজশ করে জুয়ার আসর বসায় এবং যাত্রীদের নিঃস্ব করছে।
অভিযোগ অস্বীকার করে বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার আবু আবদুল্লাহ্ বলেন, ‘জুয়ারিদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা যাত্রীদের সর্বোচ্চ সেবা দেই। তবে কোন যাত্রী কী করে, সেগুলো মনিটরিং করা আমাদের পক্ষে সম্ভব নয়।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘ঘটনা ঘটেছে চাঁপুর এলাকায়। তাই চাঁদপুর নৌ-পুলিশ অথবা চাঁদপুর থানা পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।’