আফগানিস্তানের নতুন সরকার আজ শনিবার ঘোষণা করা হতে পারে। গতকাল জুমার পরই সরকার ঘোষণা করার কথা থাকলেও তা হয়নি।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল বলেন, সরকার ঘোষণা করা হবে শনিবার।
তালেবান সূত্রের মতে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। আর তালেবানের মরহুম আমির মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব ও শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই গুরুত্বপূর্ণ পদে থাকবেন। এছাড়া আরো দুই সিনিয়র তালেবান নেতাও সরকারে থাকবেন।
তালেবানের বর্তমান প্রধান মোল্লা হায়বাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় ও ইসলামি কাঠামোর আওতায় সরকার পরিচালনা তদারকির দায়িত্বে থাকবেন।