ময়মনসিংহে পুলিশের গুলিতে যুবক নিহত

Slider টপ নিউজ

63888_moymonsing

 ময়মনসিংহ শহরে গভীর রাতে পুলিশের গুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত যুবক একজন ছিনতাইকারী। শনিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের পাদ্রি মিশন রোডে এ ঘটনা ঘটে। এসময় সেলিম নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ ১ নং ফাড়ির টাউন সাব ইন্সপেক্টার আব্দুল কাদের খান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ২টার সময় ভাটিকাশর পাদ্রীমিশন গেইটে একদল ছিনতাইকারী ব্যবসায়ী আব্দুল ওয়াহাবকে ছুরিকাঘাতে আহত করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে দেখে ছিনতাইকারীরা ছুরি নিয়ে তেড়ে আসে। আত্মরক্ষার্থে পুলিশ শটগান দিয়ে গুলি করে। এ সময় মিশনের দেয়াল টপকে ভিতরে পরে যায় আহত ছিনতাইকারী । পরে তার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *