ভারতের সূচনা

Slider খেলা

63876_Pakistan-vs-India

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্যাটে-বলের লড়াইয়ে মাঠে নেমেছেন। ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করবেন রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান।

বিশ্বকাপের ১১তম নিজেদের প্রথম খেলায় মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ধোনিবাহিনী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ময়দানে শুরু হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় মহাযুদ্ধ।

ইতিহাস-পরিসংখ্যান ভারতকে এগিয়ে রাখলেও সেই ইতিহাস নতুন করে লেখার প্রত্যয় নিয়ে নেমেছে পাকিস্তান।

এই বিশ্বকাপসহ ছয়বারের টসে ৫ বারই ভারত জিতেছে এবং প্রথমে ব্যাট করেছে।

ভারত স্কোয়াড
মহেন্দ্র সিং ধোনি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, উমেশ যাদব।

পাকিস্তান দল
আহমেদ শেহজাদ, ইউনুস খান, হারিস সোহেল, মিসবাহ উল হক, উমর আকমল, সোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, সোহেল খান এবং ওয়াহাব রিয়াজ।

এর আগে ১৯৯২, ৯৬, ৯৯, ২০০৩ ও ২০১১ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। প্রত্যেক লড়াইয়েই শেষ হাসি হেসেছে ভারত। মজার ব্যাপার হলো- এ পাঁচবারের লড়াইয়ে প্রতিবারই ময়দানে ছিলেন শচীন। এরমধ্যে আবার তিন লড়াইয়ের ‘সেরা যোদ্ধা’র পুরস্কারও পান লিটল মাস্টার। রোববার সেই ক্রিকেটপুত্রকে ছাড়াই মাঠে নামছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *