লণ্ডভণ্ড কাবুল বিমানবন্দর; আরও হামলার শঙ্কা করছে যুক্তরাষ্ট্র

Slider ফুলজান বিবির বাংলা


কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের জোড়া আত্মঘাতী বোমা হামলায় উত্তাল আন্তর্জাতিক মহল। আফগানিস্তানের স্থানীয় সময় বিকেলে জোড়া আত্মঘাতী বোমা হামলা করা হয়। তার একটি করা হয় কাবুল বিমান বন্দরের আবে গেটের কাছে। আর অপরটি হয় বিমান বন্দরের নিকটস্থ ব্যারন হোটেলের কাছে। এই হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। তার মধ্যে ১২ জন মার্কিন সেনাও রয়েছে। এমন পরিস্থিতিতে আরও হামলার শঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, ‘আসলে আমরা যখন হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি, তখন কিন্তু আরও হামলার আশঙ্কা রয়েছে এবং এই আশঙ্কা খুবই জোরালো। বিশেষ করে বিমানবন্দরের আশেপাশে। তবে সবাইকে নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি আরও হামলা যাতে না হয়। কারণ, আমরা জানি তাদের আক্রমণের ধরন হলো, যখন একটি হামলা হয়, তখন আরও বেশ কয়েকটি হয়। সেটার জন্য আমরা প্রস্তুত আছি। পাশাপাশি আমরা আমাদের নিরাপত্তার ক্ষেত্রেও প্রস্তুত আছি।’

তিনি আরও জানিয়েছেন, পরবর্তী হামলা যেকোনো মুহূর্তে হতে পারে এবং সেটা যেকোনো জায়গায় হতে পারে। হতে পারে রকেট হামলা। হতে পারে গাড়ী বোমা হামলা কিংবা হতে পারে আত্মঘাতী বোমা হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *