মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি বিড়ি ফ্যাক্টরিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে আগষ্ট) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দিগদা ও তরগাঁও ইউনিয়নে, কাপাসিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন, মোবাইল কোর্ট পরিচালনা করে, সরকারের হাজার হাজার টাকা রাজস্ব ফাঁকি দিয়ে, বিড়ির নকল ব্যান্ডরোল বানিয়ে বিড়ি তৈরী ও বিক্রয়ের অপরাধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর অধীনে সিরাজ বিড়ি ও রাজ্জাক স্পেশাল বিড়ি নামক দুটি বিড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড সহ জব্দকৃত নকল বিড়ি সমূহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পাশাপাশি সিরাজ বিড়ির গোডাউন সাময়িক বন্ধ করে দিয়েছেন।
এ সময় সিরাজ বিড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ টাকা এবং রাজ্জাক স্পেশাল বিড়ি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় গাজীপুর জেলা মার্কেটিং অফিসার ও কাপাসিয়া থানা পুলিশ সার্ভিক সহযোগিতা করেছেন।