ইসমাঈল হোসেন- গাজীপুরঃ ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় গাজীপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মন্ডল, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েন গাজীপুর জেলা। সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন ( মাস্টারের) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, শফিকুল ইসলাম শফি।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর মহানগর সভাপতি, হাবিবুল হক সিদ্দিকী, গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা, আলহাজ্ব আজিজুল হক আজিজ, শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক, সাদিকুল ইসলাম সেলিম, গাজীপুর সদর উপজেলার সহ- সভাপতি, আবু বকর সিদ্দিক, জেলা যুগ্ম সম্পাদক বাদল আহমেদ, মহানগরের সদস্য আজহারুল ইসলাম, একাব্বর হোসেন, খোরশেদ আলম প্রমুখ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক গাজীপুরের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এদিন কেন্দ্রীয় মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানার ডাকে জাতীয় প্রেসক্লাব ঢাকা সহ দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন করছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।