দিনাজপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। হতাহতরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় এ বজ্রপাত হয়।
সোমবার দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ৮ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম গণমাধ্যমকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।