গণটিকা কার্যক্রম বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

Slider জাতীয়


ঢাকাঃ গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। যখন যে পরিমাণে টিকা আসবে সবাইকে নিবন্ধন করেই ধারাবাহিকভাবে টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাব। এ মাসেও কিছু টিকা আসবে।

এদিকে দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।

এর আগে গত ৭ আগস্ট সারা দেশে করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হয়। দেশের চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী টিকা প্রদান করেন। এই কর্মসূচিতে ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীও একযোগে টিকা প্রদান করেন।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরো জানানো হয়েছে, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা নিবন্ধন চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *