গাজীপুরঃ বাংলাদেশ কিন্ডারগার্টন এসোসিয়েশন গাজীপুর মহানগর শাখার আয়োজনে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুলাই বুধবার মহানগরের জয়দেবপুর রাজবাড়ী রোডে বাদ আছর অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান। এ সময় তিনি মেয়রের নগর উন্নয়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সিটি মেয়রের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করায় আয়জকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এ্যাড মনির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মন্ডল, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক, মোঃ জাহিদ হোসেন, সদস্য সচিব, জাকির হোসেন, সদস্য এ্যাড শাফায়েতুল ইসলাম শুভ।
এ সময় বক্তারা মেয়র জাহাঙ্গীর আলম শিক্ষকদের অকৃত্রিম বন্ধু আখ্যা দেন। গাজীপুরে কিন্ডারগার্টেন স্কুলে মেয়রের অবদানের স্মৃতিচারণ করে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন সভাপতি, আলহাজ্ব মাসুদুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা সাধারণ সম্পাদক, প্রফেসর সাখাওয়াত ভূইয়া, যুগ্ম সম্পাদক, এস এম কাজল রানা, সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সেলিম, শিক্ষক নেতা, আসাদুজ্জামান আসাদ, শহীদুল ইসলাম শহীদ, শাহাদাত হোসেন রানা প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পূর্ববর্তী আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মুফতি কামরুল হাসান নোমানী।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা, বাদল আহমেদ, খোরশেদ আলম, শামীম আহমেদ, শহিদুল্লাহ, রওনক উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর মহানগর সভাপতি, হাবিবুল হক সিদ্দিকী।
খোঁজ নিয়ে জানা যায়, সিটি মেয়র করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।