করোনাভাইরাসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা দ্বিতীয় ডোজ নেন তিনি। পরে এ কথা গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, গাড়িতে এসে ওনাকে (খালেদা জিয়া) টিকা দেয়া হয়েছে।
বেগম জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ডা: জাহিদ বলেন, ওনি একা দাঁড়াতে পারেন না। হুইলচেয়ার থেকে ওঠতেও চারজনের সাহায্য নিতে হয় তাকে। তারপরও ওনি দেশবাসী সবার দোয়ায় করোনায় আক্রান্ত হওয়ার পর মুটামোটি সুস্থ হয়েছেন। আমরা আশা করি, দেশের গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে ওনি নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই একই কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা নেন বেগম খালেদা জিয়া। এর আগে করোনায় আক্রান্ত হয়ে পরে করোনা নেগেটিভ হন তিনি। তবে শারীরিক নানা জটিলতায় দীর্ঘদিনধরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন।