ঢাকাঃ ♦জননন্দিত কবি হেলাল হাফিজকে মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। কবির চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।
♦চিরকুমার এই কবি এর আগে শাহবাগের একটি আবাসিক হোটেলে থাকতেন। গত সোমবার তাকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত চিকিৎসার জন্যে তাকে সিএমএইচে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন।
♦মঙ্গলবার সন্ধ্যায় মেজর ডা. আশেকুজ্জামান তাকে সিএমএইচে নিয়ে ভর্তি করান। বুধবার (১৮ আগস্ট) থেকে কবির সামগ্রিক চেক আপ শুরু হওয়ার কথা রয়েছে। তিনি একাধিক রোগে আক্রান্ত।
♦কবি হেলাল হাফিজের কবিতা পাঁচ দশক যাবত মানুষের মুখে মুখে ফেরে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’র তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার রেকর্ড বাংলাদেশের অন্য কোনো কবির কাব্যগ্রন্থই এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। বইটির বৈধ মুদ্রণই হয়েছে ৩৩ বারের বেশি। কবির অপর কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়েছে গত ২০১৯ সালে। কবির বয়স বর্তমানে ৭২ বছর।