গাজীপুর:সদর উপজেলার মনিপুর গ্রামে স্বামী ও স্ত্রীর অস্বাভাবি মৃত্যু
হয়েছে। স্ত্রীকে শ্বাষরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে
পুলিশের দবি। নিহতরা উভয়েই স্থানীয় এলিগেন্স পোষাক কারখানার শ্রমিক।
শুক্রবার( ১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর
মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আছে।
নিহত স্ত্রীর নাম ময়না বেগম(৩০)। স্বামীর নাম মনিরুল ইসলাম মনির(৪০)।
তারা উভয়ে মনিপুরে ভাড়া থাকতেন। স্থায়ী বাড়ি চূয়াডাঙ্গা জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে মনিরুল ইসলাম তার
স্ত্রীকে শ্বাষরোধ করে হত্যার পর উড়না দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে
রাখেন। পরে মনিরুল ইসলাম নিজেও ফাঁসিতে ঝুলে মারা যান।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এ এস আই)
হারুনর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করা হচ্ছে।
প্রাথমিকভাকে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা বলে মনে হচ্ছে।