বিশেষ প্রতিনিধিঃ অনলাইন ভিত্তিক পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বন্ধু সমাজ পিরোজপুর জেলা কমিটি গঠিত হয়েছে । এসো নদীর বন্ধু হই, নদী সুরক্ষায় ব্রতী রই – এ বক্তব্য সামনে রেখে সম্প্রতি এ সংগঠনটি কতিপয় পরিবেশ কর্মী মিলে অনলাইনে সংগঠনটি গড়ে তোলেন। আজ সোমবার এ সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি গঠিত হলো। সংগঠন এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য- সচিব যথাক্রমে প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত ও আলোকচিত্রী দেবদাস মজুমদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। এতে অধ্যাপক সুপ্রভাত মজুমদারকে সভাপতি এবং অধ্যাপক সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পনের সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ সভাপতি যথাক্রমে শাহাদাৎ হোসেন ,কবি দিলীপ মিস্ত্রি, মোঃ জসীম উদ্দিন হাওলাদার , যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক সনজয় রায় ,মোঃ লুৎফর রহমান , সাংগঠনিক সম্পাদক বাসুদেব হালদার, অর্থ সম্পাদক তাপস হাওলাদার , ব্যাবস্থাপনা সম্পাদক অধ্যাপক আদম সফিউল্লাহ, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ,তথ্য ও গবেষনা সম্পাদক মিলি আকতার, নির্বাহী সদস্য যথাক্রমে কবি সুবোধ মজুমদার , সুরেশ ভৌমিক ও বাদশা বাহাদুর।
বাংলাদেশ নদী বন্ধু সমাজ সংগঠনটি উপকূলের নদী সুরক্ষায় মানুষকে সম্পৃক্ত করতে জনহিতকর পরিবেশ বিষয়ক নানা কর্মপরিকল্পনা গ্রহণ করতে অঙ্গীকারাবদ্ধ ।
প্রাণের স্পন্দন আমাদের নদী। নদী আমাদের জাতীয় সত্তার এক অনবদ্য অংশ। নদীকে বাঁচিয়ে রাখা তথা এর গতিধারা বাঁধাহীন চলমান রাখা নদীমাতৃক বাংলাদেশের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পরিবেশ ভাবনার তরুণদের নদী সুরক্ষায় বা এর সংরক্ষণে সম্পৃক্ত করে নদীর নানা কর্মসূচি হাতে নেবে। বিশেষ করে সংগঠনটি নদী ভ্রমণ, সরেজমিনে নদী পরিদর্শন, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ , নদী বিষয়ে নদী পারের মানুষের সাথে তথ্যের আদান প্রদান , নদী পারের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করা ইত্যাদি কর্মকান্ড পরিচালনা করবে। কেননা নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্তিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণ বৈচিত্র্য সেবা ও বিরূপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী বন্ধু সমাজ বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার একটি প্লাট ফরম।