পাকিস্তানে আবারও মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৫০-এরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স ও ডন অনলাইনের খবরে বলা হয়েছে, পেশাওয়ারের হায়াতাবাদ এলাকায় একটি শিয়া মসজিদে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, আজ জুমা নামাজের সময় একদল সশস্ত্র বন্দুকধারীরা মসজিদে প্রবেশ করে খোলা গুলি চালানো শুরু করে। এরপর মসজিদের ভেতরে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। শহরের পুলিশ প্রধান মিয়ান সাইদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ। পাকিস্তানি তালেবান এ হামলায় দায় স্বীকার করেছে। শহীদ হুসেইন নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জুমার নামাজ শেষ হবার পরপরই পাঁচ-ছ’জন বন্দুকধারী মসজিদে ঢুকে গুলি করা শুরু করে। এরপর একজন বন্দুকধারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
গত মাসে শিকারপুরে অপর একটি শিয়া মসজিদে একই রকম হামলা চালিয়েছিল জঙ্গিরা। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল।