দেশে একদিনে করোনায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৪১১জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৮৩জন এবং এখন পর্যন্ত ১১লাখ ৮৮হাজার ৮২০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৭০৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ এবং ৩১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।।