গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাস ষ্টেশন থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণের ৭ ঘন্টা পর আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ভিকটিম উদ্ধারের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ ভাষা শহীদ আব্দুল জববার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেনীর জনৈক ছাত্রী তার মায়ের সাথে উপজেলার মৌচাক শিল্পাঞ্চলের বাসা থেকে গ্রামের বাড়ী টাঙ্গাইল যাওয়ার জন্য বের হয়। সকাল ১০ টার দিকে বাস ষ্টেশনে পৌছলে মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে দুই গজ দুরে গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে একটি মাইক্রোবাস (চট্র মেট্টো-০২-৫২০২) নিয়ে এসে ৪/৫ জনের এক দল যুবক ওই কলেজে ছাত্রীকে জোড়পূর্বক গাড়ীতে তুলে নিয়ে চলে যায়। এঘটনায় তার মা বাধা দিলে তাকে মারপিট করে ফেলে রেখে যায়। পরে তার মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার ৭ ঘন্টা পর বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার গোয়ালবাড়ী এলাকার একটি বাড়ী থেকে উদ্ধার করে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএস আই) মোঃ নায়েবুল ইসলাম জানান, অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলেও গাড়ী ও অপরণকারীদের আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী নিয়ে ওই অপহরণকারীরা অপহৃত কলেজ ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।