স্টাফ করেসপন্ডেন্ট
শ্রীপুর অফিস : তৃতীয় শ্রেনীর ছাত্রী শান্তি আক্তার। বয়স ১১ বছর। প্রেম ছিল
প্রতিবেশী আলামিন নামে এক যুবকের সঙ্গে। বিয়ের হওয়ার কথা ১৪ ফেব্রুয়ারী
ভালবাসা দিবসে। কিন্তু ৫০ হাজার টাকা যৌতুক দিতে না পারায় আত্মহত্যা
করেছে মেয়েটি। মৃত্যু আগে প্রেমিক আলামিনের কাছে লেখা চিঠিতে সে লিখেছে,
আমাকে ক্ষমা করে দিও। চলে গেলাম। আর দেখা হবে না।
শুক্রবার(১৩ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ ওই লাশ উদ্ধার করে গাজীপুর মগে পাঠায়।
নিহতের নাম শান্তি আক্তার(১১)। পিতা আঃ খালেক। বাড়ি শ্রীপুর উপজেলার
আবদার গ্রামে। সে স্থানীয় আবদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়
শ্রেনীর ছাত্রী ছিল।
লাশ উদ্ধারকারী শ্রীপুর থানার উপ-পরিদশক(এসআই) মজিবুর রহমান জানান, ঘরের
আঁড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করেছে। লাশের পাশে একটি চিঠি
পাওয়া গেছে। চিঠিতে জনৈক আলামিনের সঙ্গে বিয়ে ঠিক হলেও ৫০ হাজার টাকা
যৌতুকের জন্য বিয়ে নাও হওয়া সে আত্মহত্যা করেছে বলে লেখা আছে।
শান্তির বাবা আবুল খালেক জানান, আলামিন নামে এক যুবক একই এলাকায় থেকে
ডিসের ব্যবসা করেন। তার সঙ্গে শান্তির প্রেম ছিল। ১৪ ফেব্রুয়ারী বিয়ের
দিনও ঠিক ছিল। কিন্তু বৃহসপতিবার আলামিন ৫০ হাজার টাকা যৌতুক ছাড়া বিয়ে
করবে না বলে জানিয়ে দেন। এই খবর শুনে বৃহসপতিবার রাতেই তার মেয়ে শান্তি
আত্মহত্যা করে। আত্মহত্যার পূবে চিঠিতে সে সব বলে গেছে।