ঢাকাঃ অভিনেত্রী পরীমণি ও প্রযোজক-পরিচালক নজরুল ইসলাম রাজকে র্যাব সদরদফতর থেকে বনানী থানায় আনা হয়েছে। এই থানায় পরীমণির বিরুদ্ধে মাদকের এবং রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন খবরটি নিশ্চিত করেছে।
বনানী থানায় মামলা প্রক্রিয়া শেষে আজই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে পরীমণি এবং নজরুল রাজকে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে পরীমণি ও রাজকে আটকের বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরে র্যাব। বাহিনীটি জানায়, অ্যালকোহলের চাহিদা মেটাতে পরীমণি নিজ বাসায় ‘মিনি বার’ স্থাপন করেছিলেন।
ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘পরীমণির বাসার মিনি বারে বিভিন্ন বিদেশি মদ, ইয়াবা, এলএসডি ও আইস পাওয়া গেছে। পরীমণিকে জিজ্ঞাসাবাদে আমরা এ তথ্য জেনেছি।