বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে পায়রা নদীর তেঁতুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৬জন। বাকী সবাই সাঁতরে তীরে উঠেছেন বলে জানিয়েছেন তালতলী থানার ওসি।