বিশ্বকাপে বাংলাদেশ দাপুটে নৈপুণ্যে স্মরণীয় জয় দেখেছে একাধিকবার। দলের একাট্টা নৈপুণ্যের এমন প্রদর্শনী বাংলাদেশ ক্রিকেট ভক্তরা নিশ্চয় দেখতে চান এবারও। তবে ভক্ত-সমর্থকদের নজর থাকবে ব্যক্তিগত নৈপুণ্যের এক অতৃপ্তির দিকেও। এ পর্যন্ত চার বিশ্বকাপে ব্যক্তিগত সেঞ্চুরির দেখা মেলেনি বাংলাদেশ দলে। এবারের বিশ্বকাপ আসরে পা রাখার আগে মুশফিকুর রহীমের কাছে প্রত্যাশাটা একটু বেশি। গত দুই বছরে বাংলাদেশের ব্যাট হাতে সবচেয়ে সফল এ সাবেক ওয়ানডে অধিনায়ক । দুই বছরে বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকের সংগ্রহ ৯০২ রান। এসময়টাতে বাংলাদেশ দলের বাকিদের ব্যক্তিগত সংগ্রহ ৭০০’র কম।
৮/১৭ হারজিৎ নিয়ে বিশ্বকাপ তালিকায় বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। এতে বাংলাদেশের ৪টি বিখ্যাত জয় । ১৯৯৯’র বিশ্বকাপে পাকিস্তান, ২০০৭’র আসরে ভারত ও দক্ষিণ আফ্রিকা ও গতবার ইংল্যান্ডের বিপক্ষে জয় কুড়ায় বাংলাদেশ। বিশ্বকাপে ৭৬ ম্যাচে সর্বাধিক ৫৫ জয় অস্ট্রেলিয়ার।
৮৭ রান বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৭’র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে এ ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপে বাংলাদেশের সর্বাধিক ৩৪৪ রান সাকিব আল হাসানের। এতে দ্বিতীয় সর্বাধিক ৩২৯ রান তামিম ইকবালের। বিশ্বকাপে ৩০০ রানের কৃতিত্ব নেই বাংলাদেশের আপাতত আর কারও।
১০/১৫ হারজিতের রেকর্ড ওয়ানডেতে বাংলাদেশের গত দুই বছরে। এতে বাংলাদেশ কেবল এগিয়ে জিম্বাবুয়ের (৬/২৪) তুলনায়। শীর্ষ দলগুলোর বিপক্ষে এসময় বাংলাদেশের হারজিত ৪/১২। ওয়ানডেতে এসময় বাংলাদেশ জয় কুড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ও শ্রীলঙ্কার মোকাবিলায় একবার।
৩৯.৬০ ওপেনিং জুটিতে রানের গড় বাংলাদেশের গত দুই বছরে। ওয়ানডে ক্রিকেটে এসময়টাতে বাংলাদেশ থেকে এগিয়ে কেবল ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে এ তিন দলের রানের গড় যথাক্রমে ৪৬.৪১, ৪২.৫১ ও ৪১.৪৭।
৭.৭০ রানের গড় গত দুই বছরে বাংলাদেশ ইনিংসের শেষ ১০ ওভারে। এতে শীর্ষ ৫ দলের চেয়ে এগিয়ে বাংলাদেশ। গত দুই বছর ওয়ানডে ইনিংসের শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার ৭.৬৪, ওয়েস্ট ইন্ডিজ ৭.৫৬, শ্রীলঙ্কা ৭.৫৫, ইংল্যান্ড ৭.৫২ ও পাকিস্তানের সংগ্রহ ৭.২৪ রান।
৭.৮৮ গড়ে রান বাংলাদেশের বোলিং ইনিংসের শেষ ১০ ওভারে। গত দুই বছরে এতে বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থা জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের। এতে দু’দলের রানের গড় যথাক্রমে ৮.২১ ও ৮.০৭।
৯০২ রান নিয়ে গত দুই বছরে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
সবচেয়ে মিতব্যয়ী সাকিব
২২ উইকেট শিকার গত দুই বছরে সাকিব আল হাসানের। এসময়টাতে বাংলাদেশ দলের সর্বাধিক উইকেট শিকারী সাকিব বোলিং ইকনমি গড়ে ছাড়িয়ে বিশ্বের বাকিদের। কমপক্ষে ২০ উইকেট শিকারী বোলারদের মধ্যে তার ইকনমি গড় ৪.০১। গত দুই বছরে ওয়ানডেতে সাকিবের উইকেট গড় ২১.১৩। তালিকায় তার আগে কেবল ভারতের অমিত মিশ্র ও পাকিস্তানের সাঈদ আজমল।
বিশ্বকাপে বাংলাদেশের ১৩ ফিফটি
ব্যাটসম্যান রান বল ৪/৬ প্রতিপক্ষ ভেন্যু সাল
মোহাম্মদ আশরাফুল ৮৭ ৮৩ ১২/০ দ.আফ্রিকা গায়ানা ২০০৭
ইমরুল কায়েস ৭৩* ১১৩ ৬/০ নেদারল্যান্ডস চট্টগ্রাম ২০১১
তামিম ইকবাল ৭০ ৮৬ ৩/১ ভারত ঢাকা ২০১১
মিনহাজুল আবেদীন ৬৮ ১১৬ ৬/০ স্কটল্যান্ড এডিনবার্গ ১৯৯৯
মেহরাব হোসেন ৬৪ ১২৯ ৪/১ ও.ইন্ডিজ ডাবলিন ১৯৯৯
ইমরুল কায়েস ৬০ ১০০ ৫/০ ইংল্যান্ড চট্টগ্রাম ২০১১
সাকিব আল হাসান ৫৭* ৯৫ ৬/১ ইংল্যান্ড ব্রিজটাউন ২০০৭
মুশফিকুর রহীম ৫৬* ১০৭ ৩/২ ভারত পোর্ট অব স্পেন ২০০৭
মো. আশরাফুল ৫৬ ৮২ ৬/১ নিউজিল্যান্ড কিম্বারলি ২০০৩
সাকিব আল হাসান ৫৫ ৫০ ৫/০ ভারত ঢাকা ২০১১
মিনহাজুল আবেদীন ৫৩* ৯৯ ৬/০ অস্ট্রেলিয়া চেস্টার লি ১৯৯৯
সাকিব আল হাসান ৫৩ ৮৬ ৫/১ ভারত পোর্ট অব স্পেন ২০০৭
তামিম ইকবাল ৫১ ৫৩ ৭/২ অস্ট্রেলিয়া পোর্ট অব স্পেন ২০০৭
বাংলাদেশের সর্বাধিক রান
ব্যাটসম্যান ইনিংস রান গড় স্ট্রাইক ১০০/৫০
মুশফিকুর রহীম ২৫ ৯০২ ৩৭.৫৮ ৮৪.৭৭ ১/৭
এনামুল হক ২০ ৬৯৭ ৩৪.৮৫ ৭০.৭৬ ২/৩
নাসির হোসেন ১৯ ৫৪৬ ৩৪.১২ ৮৪.১২ ০/৩
মাহমুদুল্লাহ ২২ ৫৩৭ ২৯.৮৩ ৭৯.৭৯ ০/৩
তামিম ইকবাল ১৬ ৫০৯ ৩১.৮১ ৬৬.৯৭ ১/৩
মুমিনুল হক ১৮ ৪৭০ ২৭.৬৪ ৭৬.৪২ ০/৩
সাকিব আল হাসান ১৪ ৩৪২ ২৬.৩০ ৯৭.১৫ ১/১
গত দুই বছরে সেরা ইকোনমি
বোলার ম্যাচ উই সেরা গড় ইক.
সাকিব আল হাসান (বাং) ১৫ ২২ ৪/৪১ ২১.১৩ ৪.০১
সাঈদ আজমল (পা) ৩৯ ৭৪ ৫/২৪ ২০.০০ ৪.১১
মোহাম্মদ নবী (আফ) ২২ ২৩ ৩/৪ ৩৪.০০ ৪.১২
মোহাম্মদ হাফিজ (পা) ৪৭ ৩২ ৩/২৯ ৪১.৩১ ৪.১৫
সুনীল নারাইন (ও.ই) ৩২ ৩৬ ৪/২৬ ৩৩.৬৯ ৪.৩১
৮৭ রান বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৭’র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে এ ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপে বাংলাদেশের সর্বাধিক ৩৪৪ রান সাকিব আল হাসানের। এতে দ্বিতীয় সর্বাধিক ৩২৯ রান তামিম ইকবালের। বিশ্বকাপে ৩০০ রানের কৃতিত্ব নেই বাংলাদেশের আপাতত আর কারও।
১০/১৫ হারজিতের রেকর্ড ওয়ানডেতে বাংলাদেশের গত দুই বছরে। এতে বাংলাদেশ কেবল এগিয়ে জিম্বাবুয়ের (৬/২৪) তুলনায়। শীর্ষ দলগুলোর বিপক্ষে এসময় বাংলাদেশের হারজিত ৪/১২। ওয়ানডেতে এসময় বাংলাদেশ জয় কুড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ও শ্রীলঙ্কার মোকাবিলায় একবার।
৩৯.৬০ ওপেনিং জুটিতে রানের গড় বাংলাদেশের গত দুই বছরে। ওয়ানডে ক্রিকেটে এসময়টাতে বাংলাদেশ থেকে এগিয়ে কেবল ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে এ তিন দলের রানের গড় যথাক্রমে ৪৬.৪১, ৪২.৫১ ও ৪১.৪৭।
৭.৭০ রানের গড় গত দুই বছরে বাংলাদেশ ইনিংসের শেষ ১০ ওভারে। এতে শীর্ষ ৫ দলের চেয়ে এগিয়ে বাংলাদেশ। গত দুই বছর ওয়ানডে ইনিংসের শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার ৭.৬৪, ওয়েস্ট ইন্ডিজ ৭.৫৬, শ্রীলঙ্কা ৭.৫৫, ইংল্যান্ড ৭.৫২ ও পাকিস্তানের সংগ্রহ ৭.২৪ রান।
৭.৮৮ গড়ে রান বাংলাদেশের বোলিং ইনিংসের শেষ ১০ ওভারে। গত দুই বছরে এতে বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থা জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের। এতে দু’দলের রানের গড় যথাক্রমে ৮.২১ ও ৮.০৭।
৯০২ রান নিয়ে গত দুই বছরে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
সবচেয়ে মিতব্যয়ী সাকিব
২২ উইকেট শিকার গত দুই বছরে সাকিব আল হাসানের। এসময়টাতে বাংলাদেশ দলের সর্বাধিক উইকেট শিকারী সাকিব বোলিং ইকনমি গড়ে ছাড়িয়ে বিশ্বের বাকিদের। কমপক্ষে ২০ উইকেট শিকারী বোলারদের মধ্যে তার ইকনমি গড় ৪.০১। গত দুই বছরে ওয়ানডেতে সাকিবের উইকেট গড় ২১.১৩। তালিকায় তার আগে কেবল ভারতের অমিত মিশ্র ও পাকিস্তানের সাঈদ আজমল।
বিশ্বকাপে বাংলাদেশের ১৩ ফিফটি
ব্যাটসম্যান রান বল ৪/৬ প্রতিপক্ষ ভেন্যু সাল
মোহাম্মদ আশরাফুল ৮৭ ৮৩ ১২/০ দ.আফ্রিকা গায়ানা ২০০৭
ইমরুল কায়েস ৭৩* ১১৩ ৬/০ নেদারল্যান্ডস চট্টগ্রাম ২০১১
তামিম ইকবাল ৭০ ৮৬ ৩/১ ভারত ঢাকা ২০১১
মিনহাজুল আবেদীন ৬৮ ১১৬ ৬/০ স্কটল্যান্ড এডিনবার্গ ১৯৯৯
মেহরাব হোসেন ৬৪ ১২৯ ৪/১ ও.ইন্ডিজ ডাবলিন ১৯৯৯
ইমরুল কায়েস ৬০ ১০০ ৫/০ ইংল্যান্ড চট্টগ্রাম ২০১১
সাকিব আল হাসান ৫৭* ৯৫ ৬/১ ইংল্যান্ড ব্রিজটাউন ২০০৭
মুশফিকুর রহীম ৫৬* ১০৭ ৩/২ ভারত পোর্ট অব স্পেন ২০০৭
মো. আশরাফুল ৫৬ ৮২ ৬/১ নিউজিল্যান্ড কিম্বারলি ২০০৩
সাকিব আল হাসান ৫৫ ৫০ ৫/০ ভারত ঢাকা ২০১১
মিনহাজুল আবেদীন ৫৩* ৯৯ ৬/০ অস্ট্রেলিয়া চেস্টার লি ১৯৯৯
সাকিব আল হাসান ৫৩ ৮৬ ৫/১ ভারত পোর্ট অব স্পেন ২০০৭
তামিম ইকবাল ৫১ ৫৩ ৭/২ অস্ট্রেলিয়া পোর্ট অব স্পেন ২০০৭
বাংলাদেশের সর্বাধিক রান
ব্যাটসম্যান ইনিংস রান গড় স্ট্রাইক ১০০/৫০
মুশফিকুর রহীম ২৫ ৯০২ ৩৭.৫৮ ৮৪.৭৭ ১/৭
এনামুল হক ২০ ৬৯৭ ৩৪.৮৫ ৭০.৭৬ ২/৩
নাসির হোসেন ১৯ ৫৪৬ ৩৪.১২ ৮৪.১২ ০/৩
মাহমুদুল্লাহ ২২ ৫৩৭ ২৯.৮৩ ৭৯.৭৯ ০/৩
তামিম ইকবাল ১৬ ৫০৯ ৩১.৮১ ৬৬.৯৭ ১/৩
মুমিনুল হক ১৮ ৪৭০ ২৭.৬৪ ৭৬.৪২ ০/৩
সাকিব আল হাসান ১৪ ৩৪২ ২৬.৩০ ৯৭.১৫ ১/১
গত দুই বছরে সেরা ইকোনমি
বোলার ম্যাচ উই সেরা গড় ইক.
সাকিব আল হাসান (বাং) ১৫ ২২ ৪/৪১ ২১.১৩ ৪.০১
সাঈদ আজমল (পা) ৩৯ ৭৪ ৫/২৪ ২০.০০ ৪.১১
মোহাম্মদ নবী (আফ) ২২ ২৩ ৩/৪ ৩৪.০০ ৪.১২
মোহাম্মদ হাফিজ (পা) ৪৭ ৩২ ৩/২৯ ৪১.৩১ ৪.১৫
সুনীল নারাইন (ও.ই) ৩২ ৩৬ ৪/২৬ ৩৩.৬৯ ৪.৩১