পোশাক কারখানাসহ খুলে দেয়া রফতানিমুখী প্রতিষ্ঠানগুলোতে কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় আরো বাড়ানো হয়েছে। এতে করে সোমবার (২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ও নৌব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে। পূর্ব ঘোষণা অনুসারে, আজ দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলার কথা ছিল। শ্রমিকেরা সবাই আসতে না পারায় লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে করোনা সংক্রমণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই রোববার থেকে চালু হয়েছে পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো। এ ঘোষণায় গ্রামে আটকা পড়া শ্রমিকরা যে যেভাবে পারছেন ঢাকাসহ বিভিন্ন জায়গা কর্মস্থলে ছুটছেন।