গ্রাম বাংলা ডেস্ক:
সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে খুবই ইতিবাচক ও বিকাশমান সম্পর্কের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, ‘আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সকল সমস্যার স্থায়ী সমাধান করতে চাই।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাাৎ করতে গেলে তিনি একথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।
শামীম চৌধুরী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ সম্বলিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণপত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
সফররত পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রধানমন্ত্রী আগ্রহের সঙ্গে আশা করছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শিগগিরই ভারত সফর করবেন।
প্রতুত্তরে শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, তাঁর দেশও আগ্রহের সঙ্গে আশা করছে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।
সূত্র : বাসস।