শ্রীপুরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ফুলজান বিবির বাংলা


রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আল রাহাত রিমন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) দুপুরে সিংড়াতলী গ্রামে একটি পুকুরে বন্ধুদের নিয়ে গোসল করতে গেলে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র রিমন তুলা গবেষনা কেন্দ্রের ল্যাব এসিস্টেন্ট রতন আহমেদের এক মাত্র ছেলে। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বিদ্দাবাইদ গ্রামে। সে পাশের বেতঝুড়ি গ্রামের সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল বলে নিশ্চিত করেছেন সে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সালাহ উদ্দীন আহমেদ মিলন।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বেশ কজন বন্ধু মিলে সিংড়াতলী গ্রামের একটি পুকুরে সাঁতরে গোসল করতে যান রিমন। পরে অন্য বন্ধুদের সঙ্গে পানিতে নামলে আচমকা তলিয়ে যায় সে। এ সময় অন্য বন্ধুরা চেষ্টা করেও তাকে খোঁজে পায়নি। ঘন্টা দেড়েক পড়ে মরদেহ ভেসে উঠে পানির উপরে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। তারা জানান, নিহত রিমন তার বাবার একমাত্র ছেলে। রিমনের একটি বড় বোন আছে। তার বাবা দির্ঘদিন ধরেই তুলা গবেষনা কেন্দ্র চাকরি করছেন।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত ইমতিয়াজ মাহফুজ বলেন, এবিষয়ে আমাদের কেউ জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *