মোঃ জাকারিয়া/ ইসমাইল হোসেন, গাজীপুরঃ গাজীপুরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছেই। গত ২৪ ঘন্টায় আক্রান্ত সর্বোচ্চ রেকর্ড ৩০৩ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের।
আজ বুধবার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সরকারি এই সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ৩০৩ জন ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে সদরে ১৩৬ শ্রীপুরে ৪৪, কালিয়াকৈরে ৩৭, কাপাসিয়াতে ৪৮ ও কালিগঞ্জে ৩৮। নতুনভাবে মারা গেছেন আরো ৬ জন । এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৩২ জন।
গত ২৪ ঘন্টায় ৪৮৫টি নমুনা পরীক্ষায় ৩০৩টির করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ১৭৫৭০ জন। এর মধ্যে সদরে ১০৮১৮, শ্রীপুরে ২২৪১, কালিয়াকৈরে ১৮৬৩, কাপাসিয়ায় ১৩৩২ ও কালিগঞ্জে ১৩১৬।