ডেস্কঃ সোমবার বিকেলে যা ছিল চাপা আগুন, মঙ্গলবার রাতের মধ্যেই তা দাবানল। আসাম-মিজোরাম সীমান্ত অগ্নিগর্ভ। বহু বাড়িঘরে আগুন লাগানো হয়েছে, পুড়েছে সরকারি গাড়ি। মিজোরাম পুলিশের গুলি বর্ষণে আসাম পুলিশের ছ জন প্রাণ হারিয়েছে। অন্তত ৮০জন সাধারণ মানুষ ও পুলিশ আহত হয়েছে। কার্যত গৃহযুদ্ধ এখন আসামের কাছার ও মিজোরামের কন আসিফ সীমান্তে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থুউংমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা মিজোরামের ভূমিকার নিন্দা করে বলেছেন, আসাম এই ব্যাপারটির শেষ দেখতে চায়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিষয়টি দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকারের দু মুখো নীতি এর জন্যে দায়ী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর ব্যর্থতাকেই দায়ী করেছেন ঘটনার জন্য।