কাল সকাল ৬টা থেকে আরো কঠোর বিধিনিষেধ

Slider জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে আট দিন শিথিল থাকার পর আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে ‘কঠোর লকডাউন’ আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইউএনবিকে বলেন, গতবারের চেয়ে কঠিন হবে এই লকডাউন। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে

তিনি বলেন, অফিস-আদালত, পোশাক কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধ থাকবে আগের মতই।

ঈদের যারা বাড়ি গেছেন তাদের ফেরার জন্য লকডাউন কিছুটা শিথিল করার কোনো পরিকল্পনা আছে কি-না এ বিষয়ে তিনি বলেন, যারা বাড়ি গেছেন, তারা যেনে শুনেই গেছেন, তারা ৫ আগস্টের পরই আসবে।

বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের গার্মেন্টস ও কলকারখানা লকডাউনের আওতা বহির্ভূত রাখার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস লকডাউনের আওতাবহির্ভূত রাখার বিষয়ে এই মাসে কোন সিদ্ধান্ত নেই, হলেও অবস্থা বুঝে পরে হতে পারে।
সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *