ঢাকাঃ করোনা ভাইরাসে দেশে একদিনে রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জন রোগী। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর আগে ১১ই জুলাই একদিনে ২৩০ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৩১ জনের মৃত্যুতে প্রাণহানি ১৮ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ১২৫ জনের। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৩৫ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে ৬৩৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৪৫১টি নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৩ লাখ ৩৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪৯ দশমিক শূন্য ৯ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৭৩ জন। শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৪০ জন। এই বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৩৩ শতাংশ। আগের দিনের তুলনায় রোগী বেড়েছে এই বিভাগে। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ৩০ দশমিক ৩০ শতাংশ। মারা গেছে ৪৬ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১১ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৭২ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৭৮ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ৪৩ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৮৮ জন। শনাক্তের হার ৩৪ দশমিক ৮৮ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১৬ জন। শনাক্ত হয়েছে ৮৮৭ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১৭ জন। শনাক্তের সংখ্যা ৫৯২ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৭৫ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৫৭ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৫ জন। শনাক্তের হার ২৫ দশমিক ১৫ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৬ জন। শনাক্তের সংখ্যা ৮৯১ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৮ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৮৬ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৪ শতাংশ।