ঢাকা: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২২৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত হয়েছে ১৭ হাজার ৮৯৪ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬ জনের। পরীক্ষার হিসেবে আক্রান্তের হার ২৯.০৯ ভাগ।