রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় লবণবাহী ড্রাম্প ট্রাকের চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে।
শনিবার (১৭জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাদিউল ইসলাম বলেন, ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাক মহাসড়কের এমসিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের উপর গিয়ে উঠে পড়ে। পরে এমসি বাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমান একটি অটোরিক্সার উপর উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী একনারীসহ দুইজন নিহত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পড়ে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর চালক পালিয়ে গেছে।