গাজীপুর: গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিক সম্মেলনে বলেছেন, গ্রেফতার কৃত মেয়র অধ্যাপক মান্নান জঙ্গীবাদের অর্থদাতা। গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলায় তার হুকুম রয়েছে। তিনি ৪০ লাখ শ্রমিককে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসপি এসব কথা বলেন।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজধানীর বারিধারাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাজীপুর ডিবি অফিসে আনা হয়। তিনি বর্তমানে ডিবি অফিসের হাজত খানায় রয়েছেন। আগামীকাল তাকে গাজীপুর আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সুপার বলেছেন, মেয়রের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। প্রত্যেকে মামলায় ১০ দিন করে ৩০দিনের রিমান্ড চাওয়া হবে।
অধ্যাপক এম এ মান্নান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। গাজীপুর সিটি করোরেশনের প্রথম মেয়র।