গাজীপুরের মেয়র জঙ্গীবাদের অর্থদাতা, ৩০ দিনের রিমান্ড চাওয়া হবে-এসপি

Slider টপ নিউজ

10959895_10204506028425479_3162065852093581967_n

গাজীপুর: গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিক সম্মেলনে বলেছেন, গ্রেফতার কৃত মেয়র অধ্যাপক মান্নান জঙ্গীবাদের অর্থদাতা। গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলায় তার হুকুম রয়েছে। তিনি ৪০ লাখ শ্রমিককে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসপি এসব কথা বলেন।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজধানীর বারিধারাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাজীপুর ডিবি অফিসে আনা হয়। তিনি বর্তমানে ডিবি অফিসের হাজত খানায় রয়েছেন। আগামীকাল তাকে গাজীপুর আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সুপার বলেছেন, মেয়রের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। প্রত্যেকে মামলায় ১০ দিন করে ৩০দিনের  রিমান্ড চাওয়া হবে।
10991192_10204506027625459_8668798369401142244_n
অধ্যাপক এম এ মান্নান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। গাজীপুর সিটি করোরেশনের প্রথম মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *