গল্প নয়, সত্যি। বছরের ৩৬৫ দিনের ৩০০ দিনই ঘুমিয়ে কাটান পুরখারাম নামের এক ব্যক্তি। এ কারণে ৪২ বছর বয়সী এই ব্যক্তি ‘কুম্ভকর্ণ’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
পুরখারাম ভারতের রাজস্থানের বাসিন্দা। তার ‘কুম্ভকর্ণ’ উপাধি অবশ্য নিজ গুণে পাননি। অ্যাক্সিস হাইপারসোমনিয়া নামের একটি বিরল রোগ বাসা বেধেছে তার শরীরে। এতে কেউ আক্রান্ত হলে ঘণ্টার পর ঘণ্টা ঘুমোতে থাকেন। ২৩ বছর আগে এই সমস্যা শুরু হয়েছিল পুরখারামের। এখন একটানা ২৫ দিন ঘুমিয়ে থাকেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন’র প্রতিবেদনে বলা হয়, পুরখারাম রোজগারের জন্য একটি মুদি দোকানও খুলেছিলেন। কিন্তু তার অতিরিক্ত ঘুমের কারণে দোকানটি বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। এমনো হয়েছে, দোকানে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছেন তিনি।
পুরখারাম ঘুমিয়ে থাকলে সেই অবস্থাতেই তাকে খাইয়ে দেন তার স্ত্রী লিছমি দেবী। ঘুমন্ত অবস্থাতেই তাকে গোসল করানো হয়। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। তবে পুরখারামের মা কঁওয়ারি দেবী তার ছেলের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন।